Monday, December 23, 2024

ঠাকুরগাঁওয়ে ফার্মে আগুন লেগে ২৫০০ মুরগি পুড়ে ছাই

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মে আগুনের ঘটনায় ২৫০০ মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ফার্মের যন্ত্রপাতি, ঘরসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী।

শুক্রবার (৮ মার্চ) জুম্মার নামাজের সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর বিল এলাকায় ফার্জিনা হাস্কিং মিলের পোল্ট্রি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় উদ্যোক্তা আশরাফ আলী ও জসিম উদ্দীন নামে দুইজন মিলে গত বছর মিলটি ভাড়া নিয়ে পোলট্রি ফার্ম দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজের সময় ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ফার্মে থাকা ২ হাজার ৫০০ মুরগির বাচ্চা আগুন পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীদের সঙ্গে ট্রেনে চড়ে চট্টগ্রাম গেলেন অর্থ প্রতিমন্ত্রী

আশরাফ আলী বলেন, ফার্মটির পাশে কোনো জনবসতি নেই। শুক্রবার জুম্মার নামাজের সময় বৈদ্যুতিক সব লাইন বন্ধ করে দিয়ে আমরা নামাজে যাই। হঠাৎ করেই ফার্মে আগুন লাগার খবর পেয়ে দ্রুত নামাজ শেষ করে ছুটে আসি। এসে দেখি আগুন জ্বলছে। বাতাস থাকায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং তিনটি মুরগির শেড পুরে ছাই হয়ে যায়। এতে আমাদের ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

জসিম উদ্দীন বলেন, এই পোল্ট্রি ফার্ম ঘিরে আমরা স্বপ্ন বুনেছিলাম। কিন্তু আগুন আমাদের সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা পথে বসে গেলাম। আমার ধারণা, কেউ পরিকল্পিতভাবেই আমাদের পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে। আশা করি প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুনঃ  পুলিশের অভিযানে ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা করে হৃদয়, অতঃপর...

এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ঘর ও ঐ ঘরে থাকা মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত দুই উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পোল্ট্রি ফার্মের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ